logo
Category
    • Manage My AccountManage My Account
    • My OrdersMy Orders
    • My ReviewsMy Reviews
    • Returns And CancellationsReturns And Cancellations
    • Sign out
    LoginSignup
    logo
    • Home
    • Categories
    • Call Now
    • Cart
    • Account
    logo

    Bangladesh's best online shopping store with thousands of products at resounding discounts all across Bangladesh withcash on delivery (COD).

    Help & Contact

    • Returns & Refunds
    • Contact Us
    • Terms of Services
    • Privacy Policy

    Explore

    • Home
    • About
    • Blog
    • Categories

    Get In Touch

    info@martege.com

    Follow Us

    Returns And Refunds

    প্রোডাক্ট নষ্ট কিংবা ভাঙা হলে

    প্রোডাক্ট ডেলিভারি করার সময় যদি ভাঙা কিংবা ড্যামেজ অবস্থায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে কল করে জানাতে হবে। আমাদেরকে কল করতে পারেন 01518933273 এই নাম্বারে। তখন আপনি প্রোডাক্টটি ফেরত দিতে পারবেন কোন খরচ ছাড়া। অবশ্যই ফেরতের সময় প্যাকেজ ও এক্সেসরিজ সাথে দিতে হবে।

    কোন কারণে আপনি নিজে প্রোডাক্ট রিসিভ না করতে পারলে যিনি আপনার পরিবর্তে প্রোডাক্ট টি বুঝে নিবেন তাকে অবশ্যই এই ব্যাপারে অবহিত করবেন।

    ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে না জানানো হলে, ড্যামেজ প্রোডাক্টের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

    আমাদের জানানোর ৩ কার্যদিবসের মধ্যে আপনাকে রিপ্লেস করে দেয়া হবে। এছাড়া আপনি যদি রিপ্লেস/এক্সচেঞ্জ করে প্রোডাক্ট নিতে চান, তাহলে স্টক থাকা সাপেক্ষে আপনাকে সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

    যদি প্রোডাক্ট ত্রুটিপূর্ণ হয়, সে ক্ষেত্রে ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু প্রমাণাদি সংযুক্ত করে আমাদের পাঠাতে হবে। আপনাকে যা যা করতে হবে:

    • ত্রুটিপূর্ণ প্যাকেজের পেছনে ও সামনের ছবি
    • ইনভয়েস নাম্বার
    • ত্রুটিপূর্ণ প্রোডাক্টের ক্লিয়ার ভিডিও

    এই ক্ষেত্রে ভিডিওটি অবশ্যই দিতে হবে। শুধুমাত্র স্ক্রিনশট কিংবা ছবি গ্রহণযোগ্য নয়।

    যদি প্রোডাক্ট ত্রুটিপূর্ণ প্রমানিত হয়, তাহলে ২ দিনের মধ্যে প্রোডাক্টের সাথে প্রয়োজনীয় এক্সেসরিজ সংযুক্ত করে ফেরত পাঠাতে পারবেন। ফেরতের ২ কার্যদিবসের মধ্যে আপনার অর্ডার রিফান্ড হিসেবে গণ্য হবে। নতুবা আপনি ইচ্ছে করলে প্রোডাক্ট রিপ্লেসমেন্টও করতে পারবেন (স্টক থাকা সাপেক্ষে)।

    যদি প্রোডাক্ট কোয়ালিটি আশানুরূপ না হয়

    যেহেতু পণ্যগুলি সরাসরি বিভিন্ন দেশের প্রস্তুতকারক বা সরবরাহকারীর কাছ থেকে আসে, তাই আমাদের পক্ষে পণ্যটির গুণগতমান আগেই পরীক্ষা করা সম্ভব নয়।

    তবে আমরা আপনাকে গুণগতমান বোঝার জন্য নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করার পরামর্শ দিচ্ছি –

    • পণ্যের মূল্য
    • পণ্যের ছবি বা ভিডিও
    • পণ্যের রিভিউ

    প্রোডাক্ট রিসিভের পর কোয়ালিটি যদি আপনার আশানুরূপ না হয়, সেক্ষেত্রেও ডেলিভারিম্যান সামনে থাকা অবস্থায় আমাদেরকে কল করে জানাতে হবে। অতঃপর আমাদের কমপ্লেইন ডিপার্টমেন্ট আপনার অভিযোগের সত্যতা যাচাই করে রিপ্লেস কিংবা রিফান্ড সম্পর্কে অবহিত করবে।

    যদি অর্ডার করা প্রোডাক্ট পরিমাণে অমিল বা ভুল থাকে

    রিসিভের সময় যদি দেখেন প্রোডাক্টটি আপনার অর্ডারের সাথে সামঞ্জস্য নয় কিংবা পরিমাণে কম হয়, তাহলে ডেলিভারি ম্যানকে সামনে রেখেই আমাদের সাথে যোগাযোগ করুন। জানানোর ৩ কার্যদিবসের মধ্যে রিপ্লেস কিংবা রিফান্ড সম্পর্কে অবহিত করবে।

    প্যাকেট খুলে ফেলার পরে তাতে কোন ত্রুটি থাকলে সেটা আমরা ফ্রি তে রিপ্লেস করে দেবো। কিন্তু পণ্যটি আপনার অপছন্দ হওয়ার কারনে ফেরত দিতে চাইলে অবশ্যই ডেলিভারী চার্জ দিতে হবে।

    ডেলিভারি ম্যান চলে যাবার পর এই ধরনের কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

    যদি পণ্যটির আর ‘’প্রয়োজন না হয়’’

    অর্ডার করার পর যদি এমন হয় যে আপনার আর পণ্যটির এখন প্রয়োজন নেই, তবে সেই ক্ষেত্রে ফেরত গ্রহণ যোগ্য নয়।

    একবার ওয়েবসাইট কিংবা ফোনের মাধ্যমে অর্ডার নিশ্চিত করলে, এটি "চূড়ান্ত" হিসাবে বিবেচিত হবে এবং অবিলম্বে শিপিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে, অর্ডার বাতিল কিংবা রিফান্ড কোনটিই বিবেচিত হবে না।

    যদি প্রোডাক্টের কালার ছবি কিংবা ভিডিওর সাথে না মিলে

    আমাদের প্রোডাক্টগুলো ওভারসিজ আইটেম। তবুও আমরা অরজিনাল প্রোডাক্টের ছবি কিংবা ভিডিও নিজস্ব স্টুডিওতে তুলে এডিট করে তা ওয়েবসাইটে ও অামাদের বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে আপলোড করি। কিন্তু কিছু ক্ষেত্রে প্রোডাক্ট স্টকে এভেলেবেল না থাকায় প্রোডাক্টের ছবি কিংবা ভিডিও অনলাইন থেকে সংগ্রহ করে এডিট করে তা আপলোড করা হয়, সে ক্ষেত্রে প্রোডাক্টের ছবি কিংবা ভিডিও প্রোডাক্টের সাথে ১০০ ভাগ মিল নাও হতে পারে। তবে আমরা প্রোডাক্টের ছবি ও ভিডিওর সাথে ৯০-৯৫ ভাগ মিল রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

    তারপরও যদি আপনার অর্ডারকৃত প্রোডাক্টটির কালার অর্ডারের সাথে না মেলে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। আমাদের কমপ্লেইন ডিপার্টমেন্ট আপনার অভিযোগ রিভিউ করবে এবং পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

    শিপমেন্ট দেরি হলে

    প্রোডাক্টের সাইজ, ওজন, স্টক ও কাস্টমারের লোকেশন অনুযায়ী শিপমেন্টের সময়ে ভিন্নতা রয়েছে। শিপমেন্টের নির্ধারিত সময় আমাদের প্রোডাক্ট পেজে উল্লেখ রয়েছে।

    তারপরও অপ্রত্যাশিত কোন কারণ যেমন; প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, রাজনৈতিক ইস্যু ইত্যাদির কারণে যদি ২-৫ দিনের মধ্যে ডেলিভারি না হয়, তাহলে আমরা কাস্টমারের সাথে দেরি হওয়ার যথার্থ কারণ ব্যাখ্যা করে এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

    তবে আমাদের ঢাকা ওয়্যারহাউজ থেকে অর্ডার করা প্রোডাক্ট বের হয়ে যাওয়ার পর যদি পণ্য হাতে পেতে বিলম্ব হয় , সেক্ষেত্রে রিফান্ডের শর্ত প্রযোজ্য নয়।

    ফোনঃ +8801518-933273
    ই-মেইলঃinfo@martege.com